**বিসমিল্লাহির রাহমানির রাহীম**
প্রিয় ট্রিক নাও২৪ এর বন্ধুগন,সবাই কেমন আছেন।আশা করি ভালো আছেন।
আজ আমি আবার সেই প্রিয় কমিক্স বেসিক আলী এর ৩য় পর্ব নিয়ে হাজির হলাম।
আজ কিছু সং ক্ষিপ্ত বর্ননা দিয়েই চলে যাব ডাওনলোড অপশনে।
So দেরী কিসের Lets Go👉👉👉👉
বেসিক আলী কি?
বেসিক আলী হলো কার্টুনিস্ট শাহরিয়ার খানের রচনা ও অঙ্কনে বাংলা ভাষায় প্রকাশিত একটি কার্টুন স্ট্রিপ। কার্টুনটি ২০০৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাস থেকে দৈনিক প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। প্রতিদিনের এই স্ট্রিপ কার্টুনের মূল বিষয় হচ্ছে পরিবার, বন্ধুত্ব এবং অফিস ঘিরে মজার মজার সব ঘটনা।
বেসিক আলী কমিক্সের কাহিনী।
কার্টুনটির কাহিনী আলী পরিবারকে কেন্দ্র করে। বেসিক আলী হলো আলী পরিবারের বড় ছেলে। তার বাবা বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী,আলী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক তালিব আলী, মা গৃহিণী মলি আলী। বেসিকের ছোট বোন নেচার আলী মেডিকেল কলেজের ছাত্রী, আর ছোট ভাই ম্যাজিক হলো স্কুলের ছাত্র।
চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা।
>★বেসিক আলী: বেসিক আলী এই কার্টুনের প্রধান চরিত্র।ইউনিভার্সিটির ডিগ্রী ধারী বেসিক ব্যক্তিজীবনে অলস।তার বাবা তাকে কায়দা করে ব্যাংকের চাকরিতে ঢুকিয়ে দেন,যেখানে তার পরিচয় হয় রিয়ার সাথে।পরিচয় ধীরেধীরে রূপ নেয় প্রেমে।বেসিক আলী পরিবারের বড় ছেলে।বাড়িতে,অফিসে আর পাড়ায় বন্ধুদের সাথে দিন ভালোই কাটে তার।সাথে চলতে থাকে মজার মজার অভিজ্ঞতা।
>★তালিব আলী: বেসিক আলীর বাবা। বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী,আলী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক।
>★মলি আলী: বেসিক আলীর মা; অন্য নাম ম্যাডেস্ট।একটু মেজাজী, বন্ধুসুলভ, এক মজার চরিত্র।
>★নেচার আলী: বেসিক আলীর ছোট বোন এ ম্যাজিক আলীর বড় বোন।মেডিকেল কলেজের ছাত্রী। পরিবারের অন্যান্য সদস্যদের মতই অদ্ভুত। তার গলায় সুর না থাকলেও গান গাওয়ার চেষ্টা প্রবল।ফ্যাশন সম্বন্ধেও সে আগ্রহী। প্রতিবেশী মনসুরের সাথে হালকা রোমান্টিক সম্পর্ক আছে।
>★ম্যাজিক: বেসিক আলীর ছোট ভাই ও আলী পরিবারের ছোট সন্তান।সারাদিন ফুটবল,ক্রিকেট খেললেও পড়ালেখায় মেধাবী। ঝাঁকড়া চুল এবং চোখে কালো সানগ্লাস পড়ে।প্রতিবেশী মোনালিসার সাথে তার শত্রু-বন্ধু ধরনের সম্পর্ক।
>★হিল্লোল: বেসিক আলীর আত্নভোলা বন্ধু।প্রচণ্ড ভুলোমনা হওয়ার কারণে সে বারবার হাস্যকর সব ঘটনার জন্ম দেয়।
>★রিয়া হক: বেসিক আলীর প্রেয়সী ও অফিস সহকর্মী।অত্যন্ত সংবেদনশীল।মাঝে মাঝে ভয়ংকর সব কিছু রান্না করে বসে।
>★মামুন আলী: মামুন আলী বেসিকের চাচাতো ভাই।সে পড়াশোনায় খুব একটা ভালো নয়।টিভি দেখতে আর ভিডিও গেম খেলতে ভালোবাসে।
প্রকাশনা প্রতিষ্ঠান।
বেসিক আলীর চাহিদা সাধারণ পাঠকের মধ্যে উপলব্ধি করে ২০০৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড বেসিক আলী নামে বেসিক আলী কার্টুনের এক বছরের একটি সংকলন প্রকাশ করে। তারই পরের বছর উক্ত প্রকাশনী বেসিক আলী ২ নামে আরেকটি সংকলন প্রকাশ করে। বই দুটো বিপুল পাঠকের মনোরঞ্জন করে। বই দুটোই বাংলাদেশ ছাড়াও ভারত এবং যুক্তরাজ্যে পরিবেশিত হয়।এর পর ধারাবাহিকভাবে প্রতি বছর বেসিক আলী প্রকাশিত হয়ে আসছে।

তো কথা আর বাড়াবো না,,,,, নিয়ে চলে যাচ্ছি ডাওনলোড অপশনে৷
>লিংকঃ Click Now
>সাইজঃ-52.48 MB
>ক্রেডিটঃ Tricknow24.Com
>আজকের মত বিদায় নিচ্ছি আবার দেখা হবে ধারাবাহিকভাবে যেকোন সময় পরের পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকুন,,সুস্থ থাকুন।এই শুভকামনা রইল।।।
…….. আল্লাহ হাফেজ…………
Read More
ধন্যবাদ
#আপনাকেও ধন্যবাদ।।
পোস্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন।।
ধন্যবাদ পোস্ট টি সুন্দর ভাবো উপস্থাপন করার জন্য।
এভাবে সুন্দর সুন্দর পোস্ট উপহার দিয়ে যাবেন।
#আপনাকেও ধন্যবাদ।
ভালো মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
যেহেতু ধারাবাহিক ভাবে পর্ব গুলো শেয়ার করব।।
তাই আরো বেশ কিছু পোস্ট হবে বেসিক আলী নিয়ে।।
ভালো লাগলে লাইক দিবেন।।
ধন্যবাদ এতো সুন্দর করে পোষ্ট টি উপস্থাপন করার জন্য।
#সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।।
ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন।